বেনাপোল কাস্টমস হাউজে ৬২৪৫ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

ফাইল ছবি | সংগৃহীত

বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২১-২২ অর্থবছরে ৬ হাজার ২৪৫ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম।

২০২০-২১ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থবছর শেষে আদায় হয়েছে ৪ হাজার ১৪৩ কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ঘাটতি ১১৪৫ কোটি টাকা। ২০১৭-১৮ তে ঘাটতি ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা। ২০১৬-১৭ তে বেশি আদায় হয়েছিল ৪৫ কোটি ৪০ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে ঘাটতি ২০৩ কোটি টাকা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা দ্য ডেইলি স্টারকে বলেন, চলমান মহামারি ছাড়াও বন্দরের দুর্বল অবকাঠামোর কারণে চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন কঠিন হবে। ভারতীয় ব্যবসায়ীরাও বেনাপোল বন্দরের অব্যবস্থাপনার অভিযোগে বেশ কয়েকবার আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিল।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, মহামারির কারণে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও গত কয়েক অর্থবছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ রাজস্ব আয় বেড়েছে। বন্দরে চাহিদা মতো সব ধরনের উন্নয়ন করা হলে আমদানির পাশাপাশি বাড়বে রাজস্ব।

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest suggested change to promotion criteria for deputy secy post

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

58m ago