আরও বাড়ল ডলারের দাম, প্রতি ডলার এখন ৯৩.৯৫ টাকা

মার্কিন ডলারের বিপরীতে আবারও টাকার অবমূল্যায়ন হয়েছে। ফলে আন্তব্যাংক লেনদেনে বেড়েছে ডলারের দাম।

মার্কিন ডলারের বিপরীতে আবারও টাকার অবমূল্যায়ন হয়েছে। ফলে আন্তব্যাংক লেনদেনে বেড়েছে ডলারের দাম।

আজ বুধবার প্রতি ডলারের দাম ৫০ পয়সা বেড়ে ৯৩ টাকা ৯৫ পয়সায় গিয়ে দাঁড়ায়। গতকাল প্রতি ডলারের দাম ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা।

ডলারের সংকটে দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার চাপের মুখে রয়েছে। গত বছরের ১৩ জুলাই প্রতি ডলারের দাম ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এর পর ধারাবাহিকভাবে বেড়েছে ডলারের দাম।

রপ্তানি আয়ের তুলনায় আমদানি খরচ বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে আছে।

গত অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার। অন্যদিকে রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

গত ছয় বছরের মধ্যে এসময় প্রথমবার রেমিট্যান্স প্রবাহ কমেছে। প্রবাসীরা অনানুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠানোয় রেমিট্যান্স এসেছে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার।

Comments