ডলারের দাম নির্ধারণের সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বাজার চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে ডলার মূল্য নির্ধারণ করা হবে।
আজ বৃহস্পতিবার নেওয়া বাংলাদেশে ব্যাংকের এই সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে, বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কেননা, মূল্য নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, গত কয়েক দিনে অভ্যন্তরীণ রেমিট্যান্সের প্রবাহ দ্রুত হ্রাস পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, 'এটি বাজারে ডলারের স্বল্পতা তৈরি করেছে।'
বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে ব্যাংকগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, যে হারে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করে, সেটিও বাজার মূল্যে নির্ধারিত হবে।
একইভাবে, রপ্তানিকারকরা বাজার দরের ওপর ভিত্তি করে ব্যাংকের কাছে ডলার বিক্রি করবে।
তিনি আরও জানান, মার্কিন ডলারের বিপরীতে টাকার বেঞ্চমার্ক হার বা ইন্টারব্যাংক রেটও কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করবে।
গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা।
এমন সময়ে বাংলাদেশ ব্যাংক চলতি বছরেই ৭ বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।
ইন্টারব্যাংক রেট আজ প্রতি ডলারে দাঁড়িয়েছে ৮৯ টাকা, যা গত ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং গত বছরের ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।
Comments