গাজীপুরের মানুষ চাইলে নির্বাচন করব: সাবেক মেয়র জাহাঙ্গীর

জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক (বরখাস্ত) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুরের মানুষ চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব।

আজ শনিবার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'পরিবেশ-পরিস্থিতি যেদিকে যায়, আমিও সেদিকে অগ্রসর হব। আমি গাজীপুরের সন্তান, গাজীপুরের ভোটাররা, গাজীপুরের জনগণ যদি চায়, আমি তাদের পাশে থাকব।'

এর আগে, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ। এতে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। 

তবে জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

46m ago