মতবিনিময়ের জন্য বিএনপিকে ইসির আমন্ত্রণ

জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

বিএনপিকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আধা-সরকারি এই চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানান, সিইসি চিঠিতে বিএনপির পাশাপাশি তাদের সমমনা দলের নেতাদের মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নির্বাচন কমিশনার আরও জানান, চিঠিতে সিইসি বলেন, কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি। সদয় সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে। প্রত্যুত্তর প্রত্যাশা করছি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কমিশন বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে।'

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

2h ago