নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারসহ ৮ দাবি সাংবাদিকদের

এনআইডি সেবা হাতে রাখতে ইসি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহ সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

রোববার দুপুরে সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল এ স্মারকলিপি দেন।

গত ১২ এপ্রিল ইসির জারি করা সংবাদ সংগ্রহের নীতিমালা প্রত্যাখানের কথা জানিয়ে আরএফইডি নেতৃবৃন্দ ৮টি দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো-

১. নির্বাচন কমিশনের দেওয়া সাংবাদিক কার্ডই চূড়ান্ত অনুমতিপত্র হিসেবে বিবেচিত হবে এবং কার্ডধারী সাংবাদিকদের ভোটকেন্দ্র ও ভোটকক্ষে (গোপন ভোট কক্ষ নয়) প্রবেশে কারও অনুমতি প্রয়োজন পড়বে না।

২. নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে হবে।

৩. ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে ইসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 

৪. ভোটকক্ষে নির্বাচন কর্মকর্তা, এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দিতে হবে।

৫. সাংবাদিক কার্ড যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে।

৬. ভোটকক্ষে সাংবাদিকদের ১০ মিনিটের বেশি অবস্থান করতে না পারার বিষয়টি বাতিল করতে হবে।

৭. দুইজনের বেশি সাংবাদিক একটি কক্ষে ঢুকতে না পারার ধারা বাতিল করতে হবে।

৮. ভোটের দিন ইন্টারনেটের ব্যবহার সচল রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিতে হবে।

এ সময় সিইসির সঙ্গে প্রায় আধাঘণ্টা আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

43m ago