ময়মনসিংহে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে গোলাগুলি, আহত ৩

শুক্রবার রাত ৮টার দিকে নগরীর বাসাবাড়ী কলোনি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, মাহমুদুল হাসান জয়, আসমুন ও বাদল। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জয় ও আসমুনকে ঢাকায় পাঠানো হয়।

কোতোয়ালি মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার নগরীর বাসাবাড়ী কলোনি এলাকায় ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য শুক্রবার সন্ধ্যায় এলাকার কমিশনার দেলোয়ার হোসেন স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন। রাত ৮টার দিকে বৈঠকের একপর্যায়ে ২ গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।'

তিনি বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা গুলিবিদ্ধ কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।'

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'নগরীর ১৩ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের শ্রাবণ ও গোপাল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।'

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

Comments

The Daily Star  | English
Prime Minister Sheikh Hasina

India extends Sheikh Hasina’s visa amid call for extradition

Hindustan Times reports citing people 'familiar with the matter'

36m ago