শাহবাগে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান
'বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের' প্রতিবাদে শুক্রবার দুপুর আড়াইটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
এসময় তাদের জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়াত নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।
ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে নৈরাজ্য সৃষ্টির করতে পারে, এই আশঙ্কায় তারা সেখানে অবস্থান নেন। এ কারণে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।
ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে তারা জাদুঘরের সামনে অবস্থান নেন।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাতীয় নির্বাচন এলে বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস শুরু করে। তারা মানুষ হত্যা করে। তারা মিছিল করে সবসময় ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে চায়।'
সমাবেশে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।
Comments