‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতে দেবে কি না, সে সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানের’
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানই নেবে।'
তিনি বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ফলাফল সাধারণত ভালো হয় না। এটা বিবেচনা করা উচিত।'
আজ সোমবার রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী দীপু মনি বলেন, 'রাজনীতি করা একজন মানুষের মৌলিক অধিকার।'
ছাত্ররাজনীতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে না বা হস্তক্ষেপ করবে না বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিষয়ে মানুষের ভিন্ন মত আছে। কিন্তু আমরা যদি গণতান্ত্রিক সমাজ আশা করি তাহলে রাজনৈতিক চেতনার বিকল্প নেই।"
'শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোকেই সুস্থ ও ইতিবাচক রাজনীতি বজায় রাখতে হবে,' বলেন তিনি।
Comments