‘চলমান মেগা প্রকল্পগুলো শেষ হলে, শিক্ষাখাতে মেগাপ্রকল্প শুরু করা যাবে’
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'আমাদের যে মেগা প্রকল্পগুলো চলছে, সেগুলোর কাজ শেষ হলে আমি বিশ্বাস করি শিক্ষাখাতে মেগা প্রকল্পের কাজ শুরু করা যাবে। শিক্ষাই হবে আমাদের মেগাপ্রজেক্ট।'
আজ শনিবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
বাজেট পরবর্তী আলোচনা সভায় শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে বলেও জানান মন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, 'বাজেট বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়ছে। তবে চলতি বছরে জিডিপির হারে শিক্ষাখাতে বরাদ্দ কম। আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে, সেগুলোর কাজ শেষ হলে আমি বিশ্বাস করি শিক্ষাখাতে মেগাপ্রকল্পের কাজ শুরু করা যাবে এবং শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট।'
'এ জন্য আরও বরাদ্দ যে খাতে বেশি দরকার, সেটি হলো গবেষণা খাত। এবারও গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে। আমি বিশ্বাস করি এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণা খাতকে গুরুত্ব দেবেন,' যোগ করেন তিনি,।
শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষা উপকরণের ক্ষেত্রে বলপয়েন্ট দাম বাড়ানোর একটি প্রস্তাব আছে। সেটি যেন না বাড়ে আমরা এ নিয়ে বাজেট পরবর্তী সভায় আলোচনায় বসব।'
এর আগে তিনি চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
Comments