মঙ্গলবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার দিবাগত রাতে তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।

রাত পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে এক পোস্টে বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ অন্তত ২২ নিহত হয়েছেন। আহত হয়েছেন শিক্ষার্থীসহ দেড় শতাধিক মানুষ।

এই ঘটনার পর মঙ্গলবারের এএচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

1h ago