বাউবির ২ আগস্টের সব পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২ আগস্ট অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আ ফ ম মেজবাহ উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আগামী ০২ আগস্ট অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা, এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন এনটোমোলজি, এমএস ইন অ্যাগ্রোনোমি, এমএস ইন অ্যাকুয়াকালচার ও এমএস ইন পোল্ট্রি সায়েন্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

Comments

The Daily Star  | English

HMPV detected in Bangladesh

30-yr-old from Kishoreganj undergoing treatment

1h ago