২০ জুলাইয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের আগামী ২০ জুলাই অনুষ্ঠেয় গুচ্ছ ভর্তি পরীক্ষা 'অনিবার্য কারণে' স্থগিত করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আজ সকাল ১১টায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে এই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে প্রফেসর লুৎফুল আহসান বলেন, 'আজকের সভায় চলমান শিক্ষক আন্দোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং পাশাপাশি আগামী ২০ তারিখ মাধ্যমিক বিদ্যালয়গুলোর অর্ধ-বার্ষিক পরীক্ষার বিষয়টিকেও বিবেচনায় নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আমাদের ভর্তি পরীক্ষার সারা দেশে অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিছু মাধ্যমিক বিদ্যালয়েও পরীক্ষা কেন্দ্র রয়েছে। কিন্তু ভর্তি পরীক্ষার দিন বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষার সূচি থাকায় আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।'

ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে এতে।

Comments