৩৪ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি মেম্বার শামীম

ইউপি সদস্য মো. শামীম মৃধা (৩৪)। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ৩৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ইউপি সদস্য মো. শামীম মৃধা (৩৪)।

গাজীপুরের পুবাইল টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে আজ শুক্রবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, 'ইউপি সদস্য শামীমকে সবার অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নেই। শামীম মৃধা তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।'

শামীম মাওনা ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের সদস্য। 

ফলাফলের প্রকাশের পর শামীম মৃধা বলেন, 'সামাজিক যোগেযাযোগমাধমে দাবি উঠেছিল, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে একজন ইউপি সদস্যকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে। এই মানসিকতা থেকেই জনসাধারণের সেবা করার উদ্দেশে স্কুলে ভর্তি হয়েছিলাম। আজ আমার আশা পূরণ হয়েছে।'

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

46m ago