জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স চালু, আবেদন শুরু ২৭ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যলয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো ৪ বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্স চালু হয়েছে। ২৭ জুলাই থেকে ভর্তির আবেদন করা যাবে।

৪টি বিষয় হচ্ছে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর থেকে এই বিষয়গুলোর ক্লাস শুরু হবে।  

তিনি জানান, গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কোর্সগুলোর কার্যক্রম পরিচালিত হবে। এই প্রোগ্রাম/ বিষয়গুলোতে সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago