মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের পরিকল্পনা নেই: মাউশি মহাপরিচালক
গরমের কারণে এ মুহূর্তে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
আজ রোববার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'এ অবস্থার অবনতি হলে চিন্তা করে দেখব।'
এদিকে, দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে মাউশি মহাপরিচালক বলেন, 'প্রাথমিকের বাচ্চারা ছোট, তাদের অসুবিধা বেশি। যদি স্কুল-কলেজ বন্ধ করে দেই, সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে।'
Comments