গরমে মাধ্যমিকের ক্লাস বন্ধ বৃহস্পতিবার

স্টার ফাইল ছবি

গরমে মাধ্যমিক পর্যন্ত সব পর্যায়ের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ক্লাস বন্ধ থাকবে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের সব ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। 

আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তাপ প্রবাহের সতর্কবার্তা অনুযায়ী আগামী ৫-৬ দিন দেশে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

8h ago