যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই: শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বুধবার রবীন্দ্র উৎসব অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'আমাদের শিক্ষার্থী দেশের বাইরে যারা পড়তে যায়, তারা শুধু যুক্তরাষ্ট্রে যায় না, বিভিন্ন দেশে যায়। তারা যেসব দেশে যায়, সেসব দেশের প্রতিষ্ঠানেরও বিরাট আগ্রহের কারণে যায়। শুধু আমাদের শিক্ষার্থীদের আগ্রহ নয়। আমার মনে হয় না এতে কোনো প্রভাব পড়বে।'
'ভিসা নীতি এটা তাদের বিষয়। আমাদের দেশ, আমাদের আইন, আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র, আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যতের স্বার্থে আমাদের নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সদা সচেষ্ট আছি। কারো ভিসা নীতি থাকল কি থাকল না সেটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা থাকতেই পারে কারো কিন্তু আমাদের স্বার্থেই আমরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করছি এবং করব ইনশাল্লাহ,' বলেন তিনি।
দীপু মনি বলেন, 'কাজেই কারো কোনো ভয় পাওয়ার কারণ নেই। শুধুমাত্র যারা ঘোষণা দিয়ে নির্বাচন বানচালের কথা বলে, নির্বাচনকে বয়কট করার কথা বলে, নির্বাচনকে ব্যাহত করার নামে দেশের মানুষের জানমাল ধ্বংস করে—ভয় পেলে শুধুমাত্র তাদের ভয় পাওয়ার কথা। আর কারো নয়।'
Comments