ভিকারুননিসায় ৫৬ শিক্ষার্থীর ভর্তিতে বাধা নেই
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৫৬ শিক্ষার্থীকে অবিলম্বে প্রথম শ্রেণিতে ভর্তি করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের করা পৃথক ৪টি আবেদন খারিজ করে দেন।
বেঞ্চের অপর ২ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
রিট আবেদনকারীদের আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই ৫৬ ভাইবোনকে ভর্তি করতে হবে।'
আদালতে ভিকারুননিসার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ।
এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অবিলম্বে ৫৬ শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ দেন।
আইনজীবী আলতাফ হোসেন বলেন, 'চলতি বছরের ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, বেসরকারি প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেল ও অন্যান্য শ্রেণিতে মোট আসনের বাইরে মাত্র ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে।'
রিট আবেদনে বলা হয়, প্রজ্ঞপনের শর্তের কারণে ৫৬ শিক্ষার্থী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে পারেনি। কিন্তু আবেদন করার সময় এই প্রজ্ঞাপন জারি করা হয়নি।
হাইকোর্ট ১৬ জানুয়ারির প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে এর প্রাসঙ্গিক বিধানগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
Comments