সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিসেফের চুক্তি

শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ ও গুণগত শিক্ষা বিস্তারে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ইউনিসেফের পক্ষে সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক অ্যাডরিয়ান ডুমুন।
উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিনসহ অনেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বেকারত্ব দূর করতে সিলেবাসের আধুনিকায়ন বিশেষ প্রয়োজন। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার ও অন্যান্য শিক্ষা ক্ষেত্রে ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ করবে।
প্রস্তাবিত অংশীদারত্ব কর্মপরিকল্পনা অনুযায়ী, ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেসব সহযোগিতা দেবে তা হলো—ফিজিবিলিটি স্টাডি বা গ্রাজুয়েটদের জন্য দেশের ও দেশের বাইরে কর্মক্ষেত্রে কী চাহিদা রয়েছে তা নিরূপণ করা; আইসিটি সহযোগিতা, সফট স্কিল ও ইংরেজি শিক্ষা ক্ষেত্রে সহায়তা প্রদান; যুগোপযোগী সিলেবাস উন্নয়ন ও প্রণয়নে সহযোগিতা; শিক্ষার্থীদের মানসিক প্রেরণা দেওয়া ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মক্ষম করতে একটি প্ল্যাটফর্ম তৈরি; জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের সচেতনতামূলক ক্যাম্পেইন করা; মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট বা শিল্প ও চাকরির ক্ষেত্রে বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা, জানান তিনি।
Comments