স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতীকী ক্লাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়কে প্রতীকী পাঠাদান। ছবি: সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের ওপর এই কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন পায়নি। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত শনিবার থেকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস'-এর কর্মসূচি বর্জন করার মধ্য দিয়ে তারা আন্দোলন শুরু করেন।

কর্মসূচি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ডিপিপি অনুমোদন ও এর পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথেই ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন। এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবারও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়কে ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Comments