‘ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত’ ববি শিক্ষার্থীকে ছিনিয়ে নিয়ে মিছিল

শাহরিয়ার সান | ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে আটকের পর ছিনিয়ে নিয়েছেন তার সহপাঠীরা। এরপর তারা মিছিল করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সান বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আনসার সিকিউরিটি রুমের দরজা ভেঙে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সহপাঠীরা সানকে ছিনিয়ে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা সানকে আটক করে আনসার সিকিউরিটি রুমে তালাবদ্ধ করে রাখেন। এরপর তারা পুলিশ ও প্রক্টরকে ফোন দেন। কিছুক্ষণ পরে একদল শিক্ষার্থী জড়ো হয়ে দরজা ভেঙে সানকে নিয়ে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলা রোডে মিছিল করেন।

তারা আরও জানান, প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী ছিলেন। তারা ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, 'নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী শাহরিয়ার সান বিকেলে ক্যাম্পাসে আসে। শিক্ষার্থীরা তাকে আটক করে আনসার সিকিউরিটি রুমে আটকে রেখেছিল। সে সময় ছাত্রলীগের কয়েকজন এসে রুমের দরজা ভেঙে তাকে নিয়ে যায়।'

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, 'আজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি করে দরজা ভেঙে শাহরিয়ার সানকে নিয়ে গেছে। আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আইন নিজের হাতে তুলে নেইনি। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।'

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম মোহাম্মদ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করছি। পরবর্তীতে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

42m ago