কুবি ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে পুলিশে সোপর্দ করলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোহাম্মদ জাকির হোসেনকে প্রথমে প্রক্টরের অফিসে নিয়ে যান। পরে প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সঙ্গে আলোচনা করে প্রক্টর ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রহিম বলেন, 'জাকির হোসেন একজন এজাহারভুক্ত আসামি। তার নামে মামলা থাকায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।'
কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন মজুমদার বলেন, 'বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে (জাকির হোসেন) বলেছেন যেন তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। একপর্যায়ে প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট সবাই প্রশাসনের সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণের অনুরোধ জানানো হয়। পরে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে সোপর্দ হন।'
এ বিষয়ে জানতে কুবি প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
মামলার তথ্য সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ থানায় মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন, যেখানে ১১ নম্বর আসামি জাকির হোসেন।
সদর দক্ষিণ থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাকির হোসেনের নামে মামলা আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।'
উল্লেখ্য, এর আগে রোববার মাস্টার্স পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা অর্ণব সিংহ রায়কে পুলিশের হাতে সোপর্দ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
Comments