৩ শিক্ষার্থীর মৃত্যু: আন্দোলনের মুখে আইইউটি ছুটি ঘোষণা
বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় অবস্থিত আইইউটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৪ চার দিনের জন্য ছুটি ঘোষণা করে।
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) অধ্যাপক ড. মো. হাসানুল কবির ও সিএমও ফখরুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৩ নভেম্বর সকালে পিকনিকে যাওয়ার পথে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বহনকারী বাস ১১ হাজার কেভির বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়। এতে তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী নিহত হন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৫ জন শিক্ষকের পদত্যাগ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তাসহ ৬ দফা দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত না পেয়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে আন্দোলনের ঘোষণা দেয়।
আইইউটির উপাচার্যের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছয় দফা দাবি আদায়ে আইইউটির শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণায় কর্তৃপক্ষ ৪ দিনের ছুটি ঘোষণা করেছে। তবে জরুরি সেবাগুলো চালু থাকবে।'
Comments