শিক্ষার্থীর মৃত্যু: আইইউটিতে ৩ দিনের শোক

মোস্তাকিম রহমান মাহিন, মোজাম্মেল হোসেন নাঈম ও জোবায়ের আলম সাকিব

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক ও এক সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।

শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ আইইউটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে শোক কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই তিন দিন আইইউটির পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে গাজীপুরে পিকনিকে যাওয়ার পথে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বহনকারী বাস ১১ হাজার কেভির বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়। এতে তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী নিহত হন।

এই দুর্ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিন প্রতিষ্ঠান থেকে চার তদন্ত কমিটি

আইইউটির শিক্ষার্থী নিহতের ঘটনায় পৃথকভাবে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয় থেকে আট সদস্যের ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে তিন সদস্যের দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

গাজীপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ দ্য ডেইলি স্টারকে জানান, বিআরটিসির পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আর গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago