নিহত শিক্ষার্থীর শরীরে ছররা গুলির চিহ্ন: বেরোবি শিক্ষক

শিক্ষার্থীরা তার মরদেহ হাসপাতাল থেকে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছেন।
আবু সাঈদ। ছবি: সংগৃহীত

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীর শরীর গুলিবিদ্ধ এবং দেহে ছররা গুলির অসংখ্য চিহ্ন রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে থেকে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন বেরোবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

তিনি বলেন, আবু সাঈদ কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনে বেরোবি ক্যাম্পাসের সমন্বয়কদের একজন ছিলেন তিনি। বর্তমানে শিক্ষার্থীরা তার মরদেহ হাসপাতাল থেকে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে বেরোবি ক্যাম্পাসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই শিক্ষার্থী নিহত হন।

 

Comments