বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করছে। ছবি: মোস্তফা সবুজ/ স্টার

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করছে।

এসময় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ ও সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার তীব্র নিন্দা জানান তারা।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

মেডিকেল কলেজের প্রায় তিনশ শিক্ষার্থীকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবরোধে অংশ নিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, ক্লাস, পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমেছেন তারা।

Comments