ইডেনে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত অন্তত ৪
কোটা সংস্কার আন্দোলনের জেরে ইডেন কলেজের ভেতর শিক্ষার্থীদের মারধর করা অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
মারধরের শিকার শিক্ষার্থীদের চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তারা হলেন—ইডেন কলেজের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ইডেন কলেজ শাখা সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্ট বিভাগের সায়মা (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথমবর্ষের তামান্না (২২) ও দ্বিতীয় বর্ষের সানজিদা (২১)।
চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, তারা নিয়মিত কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে আসছেন। আজ সোমবার সকালে তারা টিএসসিতে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের ভেতরেই তাদের ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাদেরকে মারধর করেন।
সহপাঠীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চার জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারোই আঘাত গুরুতর নয়।
Comments