চবিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।
রোববার রাতে চবি ক্যাম্পাসের কাটা পাহাড় সড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে 'তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার', 'চেয়েছিলাম ন্যায় বিচার, হয়ে গেলাম রাজাকার', ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
পরে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৪-৫ জন নেতাকর্মী কাটা পাহাড় এলাকায় আসেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝেই কয়েকটি বাজি ফোটান তারা। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা কাটা পাহাড় দিয়ে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সেই সময় অন্তত চার থেকে পাঁচজনকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আহত দুজন হলেন—সুমন ও সুমাইয়া। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আন্দোলনরত শিক্ষার্থী শারমিন সুলতানা বলেন, কোটা সংস্কারের আন্দোলনে হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী লাঠি নিয়ে হামলা করেন। আন্দোলনরত কয়েকজনকে চড়-থাপ্পড় মারেন। নারী শিক্ষার্থীদের গালাগাল করেন। এতে প্রায় চার-পাঁচজন আহত হন। পরে একে একে সব পক্ষের নেতাকর্মীরা জিরো পয়েন্টে আসেন। সেখানে গিয়ে বিভিন্ন স্লোগান দেন।
তবে চবির সহকারী প্রক্টর লিটন মিত্র দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। আমাকে একটি ছেলে ফোন করেছিল। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। আমি পরে ক্যাম্পাসে খবর নিয়েছি। এখন পর্যন্ত মারামারি বা অন্য কিছুর সংবাদ আমার কাছে আসেনি।'
Comments