কোটা আন্দোলন: রাবি শিক্ষার্থীদের সঙ্গে রুয়েট-রামেক

আন্দোলন সমন্বয়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ।

কোটা নিয়ে আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার দিবাগত রাত ৯টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা শিক্ষার্থীরা ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রেলপথ অবরোধ করে রাখেন।

এদিন বিকেল ৪টার দিকে গ্রন্থাগার চত্বরে শিক্ষার্থীরা সমবেত হন। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন বাজারের দিকে এগিয়ে যান এবং পরবর্তীতে তারা রেলপথ অবরোধ করে।

এদিকে আন্দোলন সমন্বয়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ।

তাদের অভিযোগ, সারা দেশের সঙ্গে সমন্বয় না করেই কমিটি ঢিমেতালে কর্মসূচি ঘোষণা করছিল। সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, তারা সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে কর্মসূচি পালন করবেন। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি পালন করা হবে না।

Comments