কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
আজ দুপুর সাড়ে ১২টার দিক থেকে তারা মহাসড়কটিতে অবস্থান নিতে শুরু করে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) তারা সেখানে অবস্থান করছিল।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে থামে এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর কাজী ওমর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে বসে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আমরা বরাবর তাদেরকে মহাসড়ক থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করছি।'
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, 'শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ হয়ে আছে। মহাসড়কের উভয় লেনে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানবাহন আটকে আছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।'
Comments