অবন্তিকার আত্মহত্যার ঘটনা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে: জবি উপাচার্য

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জবি শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: স্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় পাঁচ সদস্যের তদন্ত কমিটির এই বৈঠক হয়। তদন্ত কীভাবে শুরু করা হবে, সভায় সেই রোডম্যাপ করা হয়।

সভা শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, 'যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য প্রকৃত সত্য উদঘাটন করা। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও আমরা সভা করেছি এবং আগামীকালও করব।'

বিষয়টি নিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, 'অবন্তিকার আত্মহত্যার ঘটনা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে এবং আগামী সিন্ডিকেট সভায় সব তদন্ত প্রতিবেদন পেশ করা হবে।'

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ ও সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (আইন) রঞ্জন কুমার।

অবন্তিকা জবির আইন বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Comments

The Daily Star  | English

3 arrested over killing of DU JCD leader near Suhrawardy Udyan

Masud Alam, deputy commissioner of Ramna Division Police, said the arrestees are outsiders

55m ago