ধর্ষণকাণ্ডে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

স্বামীকে আবাসিক হলে আটকে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস।

এ ঘটনার প্রতিবাদে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করাসহ অন্যান্য দাবি জানান তারা।

নতুন প্রশাসনিক ভবনের সামনে এখনো শত শত শিক্ষার্থী ও বহু শিক্ষক অবস্থান করছেন।

তাদের অন্য দাবিগুলো হলো, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অবৈধ শিক্ষার্থীদের হল থেকে দ্রুত সরাতে হবে, প্রক্টর ও প্রভোস্টের ভূমিকা স্পষ্ট করতে হবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কয়েকটি দাবি জানিয়েছি। যতক্ষণ না বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিক্ষোভ করব।'

বিক্ষোভরত শিক্ষার্থীরাও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তার আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বসতে দেওয়া হবে না।

 

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

1h ago