ফেসবুকে ‘স্পর্শকাতর’ পোস্ট শেয়ার করে রুয়েট কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'স্পর্শকাতর' একটি পোস্ট শেয়ার করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা মো. মিলনুর রশীদ।

আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তার কর্মকাণ্ডের কারণে বিক্ষোভ হয়েছে। এরপর তাকে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে।'

এই ঘটনা তদন্ত করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একই দিনে পৃথক নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদপত্রে রুয়েট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন মন্তব্য শেয়ার, মতামত প্রকাশ থেকে বিরত থাকতে শিক্ষক-শিক্ষার্থী ও সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মিলনুর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments