‘তুই’ সম্বোধন করায় জুনিয়র শিক্ষার্থীকে কুপিয়ে জখম
পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কলেজের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'তুই বলে সম্বোধন করায় সিনিয়রের ছুরিকাঘাতে কলেজের বিএম শাখার প্রথমবর্ষের শিক্ষার্থী ফেরদৌস চৌকিদার আহত হয়েছে। তাকে প্রথমে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ কলেজে ক্লাস শুরুর আগে 'তুই' বলে সম্বোধন করা নিয়ে বহিরাগত কিছু সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে ফেরদৌসের বাকবিতণ্ডা হয়। পরে ক্লাস শেষে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে অপেক্ষারত বহিরাগত মাহিন, ইমন, আসিফ, তামিম ও রাফিসহ ৬-৮ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ফেরদৌসকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির ডেইলি স্টারকে বলেন, 'এটা বাইরের বা তাদের পারিবারিক বিষয় বলে মনে হচ্ছে। কলেজ সংশ্লিষ্ট কোনো বিষয় নয় বলে ধারণা করছি।'
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
Comments