পদোন্নতির দাবিতে রুয়েট শিক্ষকদের ভিসি কার্যালয়ে অবস্থান

পদোন্নতির দাবিতে রুয়েট শিক্ষকদের ভিসি কার্যালয়ে অবস্থান
পদোন্নতির দাবিতে ভিসি কার্যালয়ে অবস্থান করছেন রুয়েট শিক্ষকরা। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অর্ধশতাধিক শিক্ষক তাদের পদোন্নতির দাবিতে আজ রোববার সকাল থেকে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রুয়েট শিক্ষক সমিতির কয়েকজন নেতার সঙ্গে শিক্ষকরা আজ সকাল ১১টা ৪৫ মিনিটে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন এবং দুপুর ২টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ করছিলেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সব শর্ত পূরণ করেও গত ১৫ মাসে অন্তত ৮০ জন শিক্ষক তাদের ন্যায্য পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত হচ্ছেন।

গত মাস থেকে শিক্ষকরা বিক্ষোভ শুরু করেন।

তারা ২৪ মে পর্যন্ত ৪ দিন ক্লাসে উপস্থিত হওয়া থেকে বিরত থাকেন এবং ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। রুয়েট কর্তৃপক্ষ সাধারণত প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের পদোন্নতি ও আপগ্রেড করে থাকে।

শিক্ষকরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত উপাচার্য (ভিসি) না থাকায় গত বছরের ফেব্রুয়ারিতে শেষ বিজ্ঞপ্তির পর আর কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল আউয়াল বলেন, 'সাবেক ভিসি অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখ গত বছরের জুলাই মাসে তার মেয়াদ পূর্ণ করলে, সরকার আগস্ট মাসে ভিসির দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেনকে নিয়োগ দেয়।'

অধ্যাপক আউয়াল বলেন বলেন, সাজ্জাদ হোসেনের নিয়োগে রুয়েটের নিয়ম লঙ্ঘন করা হয়। নিয়মে উল্লেখ আছে, প্রকৌশল অনুষদের শিক্ষক ছাড়া অন্য কেউ ভিসির দায়িত্ব পালন করতে পারবেন না।

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত ভিসিকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago