মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

Pabna_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনায় এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নিহতের ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মাদ্রাসা শিক্ষকের নাম সাদেক আলি প্রামাণিক (৬০)। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলি প্রামাণিকের ছেলে এবং পুস্পপারা কামিল মাদ্রাসার শিক্ষক ।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম (৪৫) একই গ্রামের তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বুধবার সকালে বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে রবিউল তার চাচা সাদেকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। গুরুত্বর আহত সাদেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।'

এ বিষয়ে পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে, তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

32m ago