ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ বিড়াল ছানাকে হত্যা

বাচ্চাদের খুঁজছে মা বিড়াল। ছবি: সংগৃহীত

চারটি বিড়াল ছানার গলাকাটা মরদেহ পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হলের মাঝের পুকুরের পাশের দেয়ালের কাছে বিড়াল ছানাগুলোকে মেরে ফেলে রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কে বা কারা এ কাজ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিক্ষার্থীরা মৃত বিড়াল ছানাগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন।

গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কবি জসীম উদ্দীন হলের মাঠে আড্ডা দিচ্ছেলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, রাতে তিনি বন্ধু আবদুল লতিফের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিড়াল ছানাগুলোকে দেখেন। একটু পর সেখানে বিড়ালের মা তার বাচ্চাগুলোর সন্ধানে সেখানে আসেন বলে জানান।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'রাত সাড়ে ৯টার দিকে ৩-৪ জন সিনিয়রকে দেখি তারা গলাকাটা বিড়াল ছানাগুলো দেখছিলেন। তখন আমি আমার বন্ধুকে দেখে আসতে বলি। আমাদের সঙ্গে আরেক বন্ধু যুক্ত হয় পরে। রাত ৪টার দিকে দেখি একটি মা বিড়াল ছানার খোঁজে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। পরে আমি ওই বিড়ালের ছবি ও ওই ছানাগুলোর ছবি তুলি।'

ওই ছবি পোস্ট করে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'সৃষ্টির সেরা জীব আমরা অথচ আমাদের ব্যবহার কী নিষ্ঠুর! কী অদ্ভুত!'

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারা বিড়াল ছানাগুলো মেরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা দুটি হলের সিসিটিভি ফুটেজ যাচাই করে হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি।'

Comments