পবিপ্রবিতে ৬ দাবিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

মঙ্গলবার পবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট। ছবি: স্টার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৬ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে অফিসার্স অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার থেকে অফিসার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করছে।

আজ মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন সংগঠনের সদস্যরা। 

দাবিগুলো হলো-প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মরতদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, প্রশাসনিক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করা, অভিন্ন নীতিমালা প্রণয়নে আপডেট কমিটির রিপোর্ট রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদন করা, সব কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা, অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখা, প্রতি অর্থবছরে ৩টি বাছাই বোর্ড এবং ৩টি রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করা।

আজ কর্মসূচি চলাকালে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের ৬ দফা দাবি লিখিতভাবে জানিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কর্মকর্তারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন অব্যাহত রাখবে। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরুনী, সাবেক সভাপতি আরিফ আহম্মেদ জুয়েল, মিজানুর রহমান টমাস প্রমুখ।

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

30m ago