কৃষি বিপণন অধিদপ্তরে ১৫৩ জনের চাকরির সুযোগ

কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ
ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তর সাত ক্যাটাগরির পদে ১৫৩ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

যোগ্য আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত  অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৩টি (১টি স্থায়ী ও ২টি অস্থায়ী)
  • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

পদের নাম: কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১ (স্থায়ী)
  • যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: হিসাবরক্ষক

  • পদসংখ্যা: ১টি (স্থায়ী)
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
  • বেতন স্কেল: ১০,২৩০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৭০টি (অস্থায়ী)
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: গাড়িচালক (ভারী)

  • পদসংখ্যা: ১ (স্থায়ী)
  • যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
  • বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: গাড়িচালক (হালকা)

  • পদসংখ্যা: ২ (স্থায়ী)
  • যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: অফিস সহায়ক

  • পদসংখ্যা: ৭৫টি (৩৫টি স্থায়ী ও ৪০টি অস্থায়ী)
  • যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই 
প্রথম ৬টি পদের ক্ষেত্রে ফরিদপুর, খাগড়াছড়ি, নাটোর, গাইবান্ধা, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 

এ ছাড়া ৭ নম্বর পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, পাবনা, নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা 
২০২৩ সালের ১ অক্টোবর প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে 
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদেরকে  http://dam.teletalk.com.bd/   ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফি 
টেলিটক প্রিপেইড নম্বর থেকে প্রথম ৬টি পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ মোট ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। 

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫ অক্টোবর সকাল ১০টা।

আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৪ নভেম্বর বিকেল ৫টা।

 

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

9h ago