৪৬ বিসিএসের লিখিত দ্রুত নেওয়ার দাবি
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা দ্রুত অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা।
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হলরুমে '৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীবৃন্দ' ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের পক্ষে লিখিত বিবৃতি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সোহাগ হোসেন।
তিনি বলেন, 'বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় ৫ মাস পার হওয়া, লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করে তা পিছিয়ে দেওয়া এবং আরও বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত।'
লিখিত বিবৃতিতে তিনি বলেন, 'গণমাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী ১৬৪ ধারায় দেওয়া পিএসসির কর্মচারীর জবানবন্দি যদি সত্য হয়, তবে জড়িদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বরং দ্রুত লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হোক যেন প্রতিটি পরীক্ষার্থী তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে।'
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতি দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৫০ প্রার্থী উপস্থিত ছিলেন।
Comments