বিজিবিতে সিপাহি পদে চাকরির সুযোগ, এইচএসসিতে ২.৫ পেলেই করা যাবে আবেদন   

বিজিবিতে সিপাহি পদে চাকরির সুযোগ, এইচএসসিতে ২.৫ পেলেই করা যাবে আবেদন
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০১তম ব্যাচে সিপাহি (জিডি) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

সারা দেশের সব জেলার নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: ১০১তম ব্যাচ সিপাহী (জিডি) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। 

অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০- ২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া বা বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

বয়সসীমসা: ৭ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে।

আবেদনপত্র শুরুর তারিখ: ১০ সেপ্টেম্বর।
আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে https://joinborderguard.bgb.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে মোট ৬ ধাপে আবেদন করতে হবে। 

ধাপ-১: যোগ্যতা পরীক্ষা

  • নিয়োগ বিজ্ঞপ্তি থেকে 'আবেদন করুন' বাটনে ক্লিক করুন।
  • আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
  • 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন।
  • যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।

ধাপ-২: রেজিস্ট্রেশন

  • আপনি যোগ্য হলে নিজের মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে তাহলে ইমেইল ঠিকানা দিন অতঃপর 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইলে ৪ সংখ্যার একটি (ওটিপি) কোড যাবে, ইনপুট বক্সে (ওটিপি) কোডটি লিখুন অতঃপর 'যাচাই করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে অতঃপর নিচে 'লগইন পেজে যান' বাটনে ক্লিক করুন।

ধাপ-৩: আবেদন ফি জমা

  • আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে "লগইন করুন" বাটনে ক্লিক করুন।
  • 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার ব্যাংকিং কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।

ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই

  • আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর) প্রদান করে যাচাই করুন।
  • আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।

ধাপ-৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড

  • শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
  • ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
  • 'আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক' চেক বক্সে ক্লিক করে 'পরবর্তী ধাপে যান' বাটনে ক্লিক করুন।
  • তথ্যে কোনো ভুল থাকলে 'তথ্য পরিবর্তন করুন' বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
  • তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে পরিবর্তন করা যাবে না।
  • সমস্ত তথ্য সঠিক থাকলে 'আপনি কি আপনার তথ্য জমা দিতে চান?' চেকবক্সে ক্লিক করে 'সাবমিট করুন' বাটনে ক্লিক করুন।

ধাপ-৬: অ্যাডমিট কার্ড ডাউনলোড

অ্যাডমিট কার্ড তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অ্যাডমিট কার্ড তৈরি হলে আপনার মোবাইল নাম্বারে এসএমএস প্রদান করা হবে। অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইটে আপনার প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

নির্বাচনী প্রক্রিয়া এবং মেডিক্যাল পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শুধু নির্বাচিত প্রার্থীদেরকেই পরবর্তীতে Fasting Sugar, HbA1C, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করতে হবে।

Fasting Sugar, HbA1C & Serum Creatinine রক্ত পরীক্ষায় যোগ্য, HBs Ag ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে বিবেচিত হবে।

পরবর্তীতে সরকারের যথাযথ সংস্থা/এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন (Verification Report) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।

গ্রন্থনা: আহমেদ হিমেল
 

Comments

The Daily Star  | English

Reform commission reports: Proposals seek to bring youths into JS

Reform commissions on the constitution and election process have both recommended measures that increase opportunities for the youth to run for parliament and become more involved in politics, sparking both hope and criticism.

8h ago