হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করুন একাধিক মোবাইল ফোনে

প্রতিদিনের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ চ্যাটিং প্ল্যাটফর্ম। ব্যস্ত জীবনে অনেকেই একাধিক মোবাইল ফোন ব্যবহার করেন, যার কারণে একই চ্যাটিং অ্যাপ সেকেন্ডারি ফোনে লগইন থাকাটাও জরুরি হয়ে পড়ে।

মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন একটি ফিচার। যেখানে একইসঙ্গে একাধিক ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। ঠিক যেভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে সংযুক্ত করেন, একইভাবে এই কাজটিও সম্পন্ন করে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করার কথা ঘোষণা করেছে তারা।

এর মানে, আপনার দুটি অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন থাকলে একই সময়ে একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

এই ফিচারটি উন্মুক্ত করার আগে শুধুমাত্র ডেস্কটপ ও ল্যাপটপের সঙ্গে মোবাইল ফোন লিংক করার সুযোগ ছিল। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ৪টি ডিভাইসে একসঙ্গে যুক্ত করতে পারবেন। আগে যেভাবে ওয়েব ব্রাউজার ও ডেস্কটপের সঙ্গে যুক্ত করা যেত, এই প্রক্রিয়াটিও একই হবে।

এর জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করুন। অন্যথায় এই ফিচারটি উপভোগ করতে পারবেন না। ফিচারটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে।

চলুন জেনে নেই কীভাবে একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন।

ধাপ ১- মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ হোমপেজ স্ক্রিনে যেতে হবে।

ধাপ ২- ডান পাশে নিচে সেটিংস অপশনে যান এবং ইতোমধ্যে লিংক ডিভাইসগুলো নির্বাচন করুন।

ধাপ ৩- একটি ডিভাইস লিংকে যান এবং ফিচারটি চালু করতে স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।

আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে আপনার ফোন নম্বরে ওটিপি কোড ব্যবহারের মাধ্যমে ডিভাইস লিংক করতে পারবেন।

কিউআর কোড স্ক্যান করে কীভাবে ডিভাইস লিংক করবেন

ধাপ ১- আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ হোমপেজে যেতে হবে।

ধাপ ২- ডান পাশে নিচে সেটিংস অপশনে লিংক ডিভাইসগুলো নির্বাচন করুন।

ধাপ ৩- একটি ডিভাইস লিংকে ক্লিক করুন।

ধাপ ৪- ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে অনস্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

ধাপ ৫- আপনি যে ডিভাইসটি লিংক করতে চান, তার স্ক্রিনে আপনার প্রাথমিক ফোন ব্যবহার করে কিউআর কোডটি স্ক্যান করুন।

 

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago