আগস্টে ভারতে ৮৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের সর্বশেষ ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ৮৪ লাখ ৫৮ হাজার ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
রয়টার্স ফাইল ফটো

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অপব্যবহার রোধ ও গোপনীয়তার নীতি বজায় রাখতে আগস্টে ভারতে ৮৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমে মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ৮৪ লাখ ৫৮ হাজার ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এই প্রতিবেদনটি ভারতের তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) বিধিমালা-২০২১ মেনে প্রকাশ করা হয়েছে বলে মিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রিপোর্ট অনুযায়ী, এই নিষেধাজ্ঞা মূলত হোয়াটসঅ্যাপের প্রো-অ্যাকটিভ ডিটেকশন মেকানিজমের মাধ্যমে হয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৬১ হাজার অ্যাকাউন্ট কোনো ব্যবহারকারীর অভিযোগ দায়ের করার আগেই বন্ধ করা হয়।

আগস্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হোয়াটসঅ্যাপ ১০ হাজার ৭০৭ জন ব্যবহারকারীর অভিযোগ পেয়েছে। এই অভিযোগগুলো ইমেইল ও ডাকের মাধ্যমে ইন্ডিয়া গ্রিভান্স অফিসারের কাছে পাঠানো হয়। এতে অ্যাকাউন্টগুলো বন্ধের আবেদন জানানো হয়।

Comments