ইউটিউব প্রিমিয়ামে নতুন ৫ ফিচার

গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি তাদের ৮ কোটিরও বেশি প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য এবার আরও কিছু বাড়তি সুবিধা যোগ করেছে
ইউটিউব প্রিমিয়ামে নতুন ৫ ফিচার
ছবি: সংগৃহীত

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপনমুক্ত ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড প্লে'র মতো বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকে।

গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি তাদের ৮ কোটিরও বেশি প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য এবার আরও কিছু বাড়তি সুবিধা যোগ করেছে।

ইউটিউব কিউ

একটি ভিডিওর পর কোন ভিডিওটি চলবে সেটি নির্ধারণ করে দেওয়া যায় এই ফিচারের সাহায্যে। আগে এই সুবিধাটি ইউটিউবের ওয়েব ভার্সনে ছিল। কিন্তু এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ও ট্যাবেও এই সুবিধাটি চালু করা হয়েছে।

ক্রস-ডিভাইস ভিউয়িং

ইউটিউব বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে ক্রস-ডিভাইস ভিউয়িং সক্ষমতা আরও উন্নত করার চেষ্টা করছে। দর্শকরা এখন তাদের আইওএস, অ্যান্ড্রয়েড কিংবা ওয়েব ভার্সন থেকে কোনো ভিডিও যতটুকু পর্যন্ত দেখেছেন, পরবর্তীতে যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকে ভিডিওটি সেখান থেকেই আবার দেখা শুরু করা যাবে। অর্থাৎ, আপনি যদি সকালে একটি ডিভাইস থেকে একটি ভিডিও অর্ধেক পর্যন্ত দেখে থাকেন, তাহলে বিকেলে অন্য ডিভাইস থেকেও সেই ভিডিওটি অর্ধেক থেকেই আবার দেখা শুরু করতে পারবেন।  

আইওএসের জন্য উন্নত ভিডিও কোয়ালিটি

ইউটিউব তাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আরও উন্নত ১০৮০পি এইচডি কোয়ালিটির ভিডিও চালু করতে যাচ্ছে। তবে শুরুতে এই ফিচারটি শুধু আইওএসে চালু হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়েব ভার্সনেও এটি চালু হবে।

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, যদিও সব গ্রাহকই এখন চাইলে ১০৮০পি কোয়ালিটির ভিডিও দেখতে পারেন। কিন্তু এই বর্ধিত ১০৮০পি কোয়ালিটি ফিচারটির কারণে ভিডিও আরও সুন্দর ও ঝকঝকে দেখাবে। এই ফিচারটি খেলা দেখা বা গেমিং করার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

অফলাইনে ভিডিও দেখার সুযোগ

ইউটিউব প্রিমিয়ামে 'স্মার্ট ডাউনলোড' অপশন থাকবে, যার সাাহয্যে বাছাইকৃত ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে থাকবে এবং পরবর্তীতে ইন্টারনেট ছাড়াই ভিডিওগুলো দেখা যাবে। ভ্রমণের সময় এই ফিচারটি উপকারে আসবে।

বন্ধুদের সঙ্গে ইউটিউব দেখার সুযোগ

প্রিমিয়াম গ্রাহকরা চাইলে গুগল মিটে বন্ধুদের সঙ্গে মিলে ইউটিউব দেখতে পারবে। এ ক্ষেত্রে যিনি হোস্ট করবেন, তাকেই শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবার হতে হবে। গুগল মিটে যোগ দেওয়া বন্ধুরা প্রিমিয়াম সাবস্ক্রাইবার না হলেও চলবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে 'মিট লাইভ শেয়ারিং'-এর মাধ্যমে এই ফিচারটি উপভোগ করা যাবে। ইউটিউব জানিয়েছে, সামনের সপ্তাহগুলোতে আইওএসের শেয়ারপ্লে ফিচারের মাধ্যমে ফেসটাইম ব্যবহারকারীরা এই ফিচারটি উপভোগ করতে পারবে।  

 

সূত্র: গ্যাজেটস নাউ

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English
What constitutes hurting religious sentiments

Column by Mahfuz Anam: What constitutes hurting religious sentiments?

The issue of religious tolerance have become a matter of great concern as we see a global rise in narrow-mindedness, prejudice and hatred.

11h ago