চাঁদের পাশে এক সারিতে ৫ গ্রহ

এক সারিতে ৫ গ্রহ
ছবি: স্পেস ডট কমের সৌজন্যে

সন্ধ্যায় মেঘমুক্ত আকাশে খোলা চোখে দেখা যাচ্ছে এক মজার দৃশ্য। মহাশূন্যে পৃথিবীর নিকটতম প্রতিবেশী চাঁদের পাশে এক সারিতে পথ চলছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও ইউরেনাস।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল সন্ধ্যার সৌরজগতের এই ৫ গ্রহকে এক সারিতে দেখা গেছে।

গ্রিনউইচ রয়েল অবজারভেটরির জ্যোতির্বিদ জ্যাক ফস্টার বলেন, 'পৃথিবী থেকে গ্রহগুলোকে এখন এক সারিতে দেখা যাচ্ছে। এরপর সেগুলো আবার একে অপর থেকে দূরে সরে যাবে। গ্রহগুলো যখন কাছাকাছি আসে তখন এমন চমৎকার দৃশ্য দেখা যায়।'

প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যার পরপরই এই দৃশ্য দেখা যাবে। কেননা, বুধ ও বৃহস্পতি দ্রুত দিগন্তে হারিয়ে যায়।

যুক্তরাজ্যের উত্তর ওয়েলসের মহাকাশ পর্যবেক্ষক দানি রবার্টসন গণমাধ্যমটিকে বলেন, 'বাড়ির উঠানে দাঁড়িয়ে দেখলাম বাঁকা চাঁদের ওপরে বাম দিকে চমৎকার লাল আভা ছড়াচ্ছে মঙ্গল। আর দিগন্তের কাছাকাছি উজ্জ্বল আলো ছড়াচ্ছে শুক্র।'

'যদি আকাশ আরও পরিষ্কার থাকতো তাহলে খালি চোখেই সবগুলো গ্রহ দেখতে পেতাম।'

ইউরেনাস দেখতে টেলিস্কোপ প্রয়োজন বলে জানান তিনি।

কেন এমনটি ঘটে?

জ্যোতির্বিদ জ্যাক ফস্টার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, 'সৌরজগৎ দেখতে সমতল চাকতির মতো। মহাকাশে গ্রহগুলো ঘুরছে। সেগুলো ঘুরতে ঘুরতে মাঝেমধ্যে এক সারিতে চলে আসে।'

এমন ঘটনা বছরে একাধিকবার ঘটতে পারে, বলেও মন্তব্য করেন তিনি।

আবার কবে ঘটবে?

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী জুনে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি গ্রহকে রাতের আকাশে এক সারিতে দেখা যাবে।

এরপর আগামী শরতে এক সারিতে আসবে মঙ্গল, বুধ, শুক্র, শনি ও ইউরেনাস।

জ্যাক ফস্টার আরও বলেন, 'আমরা সব সময়ই আকাশ দেখার জন্য সবাইকে উৎসাহ দিই। এমন ঘটনাগুলো খুবই আনন্দদায়ক। এমন ঘটনার মাধ্যমে সৌরজগতের চমৎকার গ্রহগুলোকে আমরা সহজেই একসঙ্গে দেখতে পাই।'

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

1h ago