২৫ শতাংশ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবে বুয়েট

এক-চতুর্থাংশ অবকাঠামোর জন্য ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ ব্যবহার করবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বিদ্যুৎ উৎপাদনে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য সম্প্রতি জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে বুয়েট।

এই চুক্তির অধীনে জেনেক্স বিকল্প বিদ্যুতের উৎস হিসেবে বুয়েটের ১০০টি ভবনের মধ্যে ২৪টি ভবনে সোলার প্যানেল সিস্টেম সরবরাহ করবে। এ প্রকল্প থেকে প্রায় ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। 

এ ছাড়া এনার্জি পারফরম্যান্স কন্ট্রাক্টিং (ইপিসি)-এর জন্য অর্থায়ন করবে জেনেক্স, যেটি বুয়েটের অধিনে পরিচালিত হবে। 

বুয়েট এ প্রকল্প থেকে ২৫ বছর মেয়াদী চুক্তিতে ডিপিডিসির চেয়ে কম মূল্যে বিদ্যুৎ পাবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বুয়েটের উপাচার্য প্রফেসর সত্য প্রসাদ মজুমদার, প্রো-উপাচার্য প্রফেসর ড. আবদুল জব্বার খান, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম, নির্বাহী পরিচালক মো. এনায়েতুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার তানভীর মোসাদ্দেক, হেড অব অপারেশন নুরুল আলম সোহেল ও হেড অব বিজনেস (আন্তর্জাতিক) হারুন-অর-রশিদসহ অনেকে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago