হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে না

সারা দেশ থেকে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেকটর.কম জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর ১টার পর থেকে অভিযোগের সংখ্যা বেড়েছে।

ব্রাউজার সংস্করণে (https://web.whatsapp.com/) সংযোগ করার সময় উইআরএল থেকে ব্যবহারকারীকে জিজ্ঞাসা করা হচ্ছে তাদের ইন্টারনেট সংযোগ ডাউন আছে কি না এবং ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যাচ্ছে।

এ ছাড়া ব্যবহারকারীরা পরে ব্রাউজারে হোয়াটসঅ্যাপের জন্য 'লিঙ্কড ডিভাইস' অপশনটি ব্যবহার করে লগ-ইন করতে পারছেন না। 

তবে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত বছর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম একযোগে ডাউন হওয়ার পর এই প্রথম হোয়াটসঅ্যাপ ডাউন হলো। সে সময় রাউটার কনফিগারেশন পরিবর্তনের কারণে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল। 

তবে এবার এখন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম চালু রয়েছে। ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
 

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

16h ago