আইফোনে ইউএসবি-সি পোর্ট দিতে বাধ্য হচ্ছে অ্যাপল

আইফোন
আইফোন ও অ্যাপলের স্মার্টওয়াচ। ছবি: সংগৃহীত

ইউরোপের দেশগুলোর জন্য আইফোনের চার্জিং পোর্ট ও চার্জার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে অ্যাপল।

২০২৪ সালের শরৎকাল থেকে বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইসের জন্য একই রকম চার্জিং পোর্ট চালু করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইউইউ) একটি নতুন আইনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে হবে অ্যাপলকে।

ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এই আইনটি পাস হয়।

টেলিযোগাযোগ প্রযুক্তির আন্তর্জাতিক মান নির্ধারণে এটিই প্রথম কোনো আইন।

নতুন এ আইন অনুযায়ী অ্যাপলকে আইফোন এবং অন্যান্য ডিভাইসের জন্য চার্জিং পোর্ট পরিবর্তন করতে হবে। কারণ অ্যান্ড্রয়েড-ভিত্তিক ডিভাইসগুলো সাধারণত ইউএসবি-সি পোর্টের হয়ে থাকে এবং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোই সামনের দিনগুলোতে ইউরোপে জনপ্রিয় হতে যাচ্ছে।

২০২৬ সাল থেকে ল্যাপটপের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে।

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago