দেড় ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জারে লগইন স্বাভাবিক

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-মেসেঞ্জারে প্রায় দেড় ঘণ্টা ঢুকতে পারেননি ব্যবহারকারীরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই সমস্যা দেখা দেয়। পরে রাত পৌনে ১১টার দিকে আবার লগ-ইন স্বাভাবিক হয়।

রাতে হঠাৎ ব্রাউজার ও অ্যাপ থেকে ফেসবুক, মেসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর ব্যবহারকারীরা লগ-ইন করতে পারেননি। একই ধরনের সমস্যা ইনস্টাগ্রাম ও থ্রেডসেও দেখা গেছে।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, সমস্যাটি নিয়ে তারা কাজ করছেন।

তবে, লগ-ইন স্বাভাবিক হলেও, মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাময়িক এ সমস্যার কোনো কারণ জানানো হয়নি।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অন্তত ২ লাখ ৭৬ হাজার ব্যবহারকারী #ফেসবুকডাউন, ৭৯ হাজার ব্যবহারকারী #ইনস্টাগ্রামডাউন পোস্ট করেন।

সংবাদমাধ্যম বিবিসি রাত সোয়া ১০টার দিকে জানিয়েছিল, মেটা এ বিষয়ে মন্তব্যে বলেছে যে তারা ফেসবুক লগইনের সমস্যা সম্পর্কে জেনেছে। যত শিগগির সম্ভব তারা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।

২০২৩ সালের মে মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৯ লাখ ৪ হাজার ১০০।

মেটার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হিসাব করলে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

 

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

2h ago